Date : 2024-03-27

দুয়ের বেশি সন্তান থাকলে আর মিলবে না সরকারি চাকরি !…

ওয়েব ডেস্ক: আগেই পাশ করা হয়েছিল খসড়া এবার একদম হাতে কলমে নিয়ম চালু করল অসম সরকার। নিয়মে সষ্টভাবে উল্লেখ আছে দুটির বেশি সন্তান হলেই অসমে মিলবে না সরকারি চাকরি। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার জন্য ২০২১ সাল থেকে নয়া নীতি রাজ্য সরকারের। এদিন অসমের রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ গ্রহণ করার জন্য জন বিষ্ফোরণের তত্ত্বকে সামনে আনা হয়েছে। মঙ্গলবার এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অসমের শিল্পমন্ত্রী মোহন পটওয়ারি।

আরও পড়ুন : রাজ্যপালের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিল রাজ্য

‘ইন্ডিয়া-বাংলাদেশ স্টেকহোল্ডার্স মিট’-এ তিনি জানান, ‘গতকাল আমাদের ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২১, ১ জানুয়ারি থেকে দুই সন্তান নীতি না মানলে সরকারি চাকরি মিলবে না।’ প্রসঙ্গত, ২০১৭ সালে জননিয়ন্ত্রণে একটি প্রকল্পের খসড়া তৈরি করা হয়। যাতে বলা হয়েছিল, দুটির বেশি সন্তান থাকলে আর সরকারি চাকরি মিলবে না অসমে। শুধু চাকরি নয়, বিভিন্ন সরকারি প্রকল্পেও এই নিয়ম লাগু হবে বলে জানানো হয়েছিল। এমনকী পুরসভা বা পঞ্চায়েত ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। এমনটাই জানিয়ে দেওয়া হয় অসম সরকারের তরফে।