Date : 2024-04-25

কাশ্মীর প্রসঙ্গে ভারতকে সমর্থন করলে মিশাইল দিয়ে উড়িয়ে দেব: পাক মন্ত্রী…

ওয়েব ডেস্ক: কাশ্মীর নিয়ে পাকিস্তানের মতামত ও কার্যকলাপকে কোন দেশ সমর্থন করেনি। তারপরেও ফুঁসছে পাকিস্তান। কাশ্মীর প্রসঙ্গে বিশ্বের যে দেশ ভারতকে সমর্থন করবে তাকেই মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়া হবে, পাক মন্ত্রীর মুখে এমন মন্তব্য শুনে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। পাকিস্তানের কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তান বিষয়ক মন্ত্রী আলি আমিন গান্ডাপুর মঙ্গলবার বলেন, ‘কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বাড়লে যুদ্ধ করতে বাধ্য হবে পাকিস্তান। যেসব দেশ এখন কাশ্মীর নিয়ে ভারতকে সমর্থন করছে তাদের শত্রু বলে গন্য করবে পাকিস্তান। তখন তাদের লক্ষ করে মিসাইল ছুড়বে পাকিস্তান।’ উপত্যাকায় ৩৭০ ধারা বিলোপের পর উপসাগরীয় একাধিক দেশের কাছে ভারতের সিদ্ধান্তে বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এগিয়ে আসতে আবেদন জানায় পাকিস্তান।

জঙ্গিদের গুলিতে কাশ্মীরে মৃত ৫ বাঙালি শ্রমিক, মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেল আরও ১

তেমন কিছু সাড়া না পেয়ে বন্ধু চিনের কাছে আবেদন জানায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি তাতে। উল্লেখ্য, সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘেও কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ইমরান খান। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইমরান বলেন, দুদেশের মধ্যে যুদ্ধ হলে অনেক কিছুই ঘটে যেতে পারে। উল্লেখ্য, কাশ্মীর প্রসঙ্গে ভারতের বিরুদ্ধে পাক মন্ত্রীদের নরম গরম ভাষণ দুই দেশের সম্পর্কের ক্রমশ জটিল করে ফেলছে। মন্ত্রী আলি আমিনের ফের মন্তব্য সেটাই প্রমান করল।