Date : 2024-04-19

দেরিতে ছুটল তেজস,২৫০ টাকা করে ক্ষতিপূরণ পেলেন যাত্রীরা…

ওয়েব ডেস্ক: আপনি কি তেজস এক্সপ্রেসের যাত্রী? দেরিতে ট্রেন চললেই পেয়ে যাবেন ক্ষতিপূরণ। গত ৪ অক্টোবর থেকে চালু হয়েছে দেশের প্রথম বেসরকারি এক্সপ্রেস ট্রেন তেজস এক্সপ্রেস। অনিবার্য কারণবশত ট্রেনটি ১৯ অক্টোবর দেরিতে চলেছে তেজস। আর ট্রেন দেরিতে চলায় রেলের তরফ থেকে দেওয়া হল ক্ষতিপূরণ। আইআরসিটিসি সূত্রের খবর, ট্রেনটি একঘন্টার বেশি দেড়িতে চললে প্রত্যেক যাত্রীকে দেওয়া হবে ১০০ টাকা ক্ষতিপূরণ। ২ ঘন্টার বেশি দেরি করলে পেয়ে যাবেন ২৫০ টাকা। গত ১৯ অক্টোবর লখনউ থেকে সকাল ৮টা ৫৫ মিনিটে।

আরও পড়ুন : ৭৩ কোটি টাকার ভূ-গর্ভস্থ জল চুরি, ৬ জনের বিরুদ্ধে এফআইআর

কিন্তু ছাড়ার কথা ছিল সকাল ৬টা ১০ মিনিটে। ট্রেনটি দিল্লি পৌঁছায় ৩টে ৪০ মিনিটে। কিন্তু পৌঁছানোর কথা ১২টা ২৫ মিমিটে। অন্যদিকে, বিকেল ৩টে ৩৫ মিনিটের পরিবর্তে ট্রেনটি দিল্লি থেকে ছাড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে। রেল সূত্রে জানা হয়েছে, তেজসের একটি কোচ লাইনের বাইরে বেরিয়ে যাওয়ার কারণে রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে। আর সেই কারণেই দেরি হয়ে যায় ট্রেন ছাড়তে।