Date : 2024-04-19

টালা ব্রিজ ভাঙতে পূর্ত দফতরের টেন্ডার ডাকা হল…

ওয়েব ডেস্ক: টালা ব্রিজের বেহাল দশা নিয়ে ইতিমধ্যেই নবান্নে বৈঠক হয়েছে দফায় দফায়। ব্রিজের বেহাল দশার কথা ভেবে পুজোর আগে থেকেই ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে টালা ব্রিজে। ফলে গোটা উত্তর কলকাতায় যানজটে নাভিশ্বাস উঠেছে নিত্যযাত্রীদের। সূত্রের খবর, টালা ব্রিজ ভেঙে দেওয়ার প্রস্তাব করা হয়েছে আগেই। বিশেষজ্ঞদের সুপারীশ অনুযায়ী ব্রিজ ভেঙে ফেলার কথা বলা হলেও সরকার এখনও সিদ্ধান্ত জানায়নি।

আরও পড়ুন : টালা ব্রিজের যানজট সামলাতে নোয়াপাড়া থেকে বাড়তি মেট্রোর পরিকল্পনা

তবে পূর্ত দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে দরপত্র আহ্বান করা হয়েছে। তবে টালা ব্রিজ সংলগ্ন প্রায় ১২ হাজার স্কোয়ার মিটার এলাকা জুড়ে মাটির নিচের ম্যাপিং করা হবে। ভূগর্ভস্থ পয়ঃপ্রনালী, গ্যাস বা বিদ্যুৎ-এর পাইপলাইন ইত্যাদি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ম্যাপিং করে নেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে প্রথম পর্যায়ে রিপোর্ট দিতে হবে। প্রথম পর্যায়ের কাছের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কবে এই ব্রিজ ভাঙা হবে তা নিয়ে কোন সিদ্ধান্ত জানানো হয়নি।