Date : 2024-04-24

ম্যাচ চলাকালীন হৃদ রোগে মৃত্যু আম্পায়ারের

ওয়েব ডেস্ক : ম্যাচ চলাকালীন হৃদরোগে মৃত্যু আম্পায়ারের।ঘটনাটি ঘটেছে পাকিস্তানের গুলবর্গ শহরে। সেখানে ঘরোয়া ক্রিকেটে স্থানীয় আইন জীবীদের নিয়ে একটি ম্যাচের আয়োজন করা হয়েছিল।যার আম্পারিংয়ের দায়িত্বে ছিলেন নাসিম শেখ নামের এক ব্যবসায়ী।পেশায় ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও আম্পায়ার হিসেবে নামডাক ছিল নাসিমের।ক্রিকেট চলাকালীনই মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন নাসিম।তাকে চিকিৎসার জন্য হাসাপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : টেস্টে ব়্যাঙ্কিং প্রকাশ, উঠে এলেন রোহিত, মায়াঙ্ক

এই ঘটনার জেরে ক্রিকেট জগতে নেমে এসেছে শোকের ছায়া।তবে তার পাশাপাশি এরকম মৃত্যুর সাক্ষী ছিল ক্রিকেট বিশ্ব। ২০১৪ সালে ২৫ শে নভেম্বর ঘরোয়া ম্যাচ চলাকালীন সিন অ্যাবোটের গতিশীল বল গলায় লাগে।আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ফিল হিউ।স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রপ্রচারও করা হয় তার।হাসপাতালেই প্রাণ হারান ফিল।নাসিমের সেই মৃত্যু মনে করিয়ে দিল সেই স্মৃতি।