Date : 2024-04-20

রাষ্ট্রপুঞ্জে বন্ধ এস্কালেটর, কুলার, আর্থিক মন্দায় বন্ধ হতে বসেছে কর্মীদের বেতন!….

ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে আর্থিক মন্দার রেশ পড়েছে সর্বত্র। বন্ধ হয়েছে বহু কলকারখানা। কর্মহীন হয়েছে কয়েক লক্ষ মানুষ। নামি সংস্থাগুলিও ঝাঁপ গোটাতে চলেছে। এবার সেই প্রভাব পড়ল রাষ্ট্রপুঞ্জেও। খরচ বাঁচাতে বন্ধ করে দেওয়া হল লিফ্ট। এমনকি এয়ারকুলারও বন্ধ করে রাখা হয়েছে বেশ কিছুদিন ধরে। বিভিন্ন সূত্রের খবর, কর্মীদের বেতন দিতেও চাপের মুখে পড়েছে রাষ্ট্রপুঞ্জ। বিভিন্ন ক্ষেত্রে তাই আর্থিক খরচ কমিয়ে দিয়ে অন্তত ৩৭ হাজার কর্মীদের বেতন নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন : জঙ্গলে ঘেরা জার্মানির বুকে এক টুকরো সোভিয়েত

কূটনীতিকদের পানশালা, লিফ্ট, এস্কালেটর সহ বিভিন্ন পরিষেবা ও বিলাসিতা বন্ধ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জে। এমনকি বিমান ভ্রমণেও রাশ টানা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুয়েত্রেস জানান, বিগত এক দশকে এমন অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়তে হয়নি রাষ্ট্রপুঞ্জকে। তিনি জানান, ১৪০ কোটি ডলারের আর্থিক ঘাটতি রয়েছে। যার ফলে আর্থিক সমস্যার মুখে পড়েছে রাষ্ট্রপুঞ্জ।