Date : 2024-04-26

আত্মরক্ষার্থে পেঁয়াজ বেচতে হেলমেট পরলেন সরকারি কর্মীরা….

ওয়েব ডেস্ক:- শুধু এই রাজ্যেই নয়, পার্শ্ববর্তী রাজ্য বিহারেও পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে। বিহারের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও বিহারে সরকারি কর্মীরা পেঁয়াজ বিক্রি করছে ৩৫ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ ক্রয় করতে হুড়োহুড়ি পড়ে গেছে বিহারে। পাছে হুড়োহুড়িতে মাথা ফেটে যায়, সরকারি কর্মীরা তাই মাথায় হেলমেট পড়ে কাজ করছেন। মাথায় চোট পাওয়ার আশঙ্কায় পেঁয়াজ বিক্রি করতে হেলমেট ব্যবহার করছেন তারা।

বিহার স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে প্রতি জনকে ২ কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে ৩৫ টাকে কেজি দরে। তবে কারও বাড়িতে বিয়ে থাকলে তাদের বিয়ের কার্ড দেখাতে হচ্ছে। তাহলেই মিলবে ২৫ কেজি পেঁয়াজ।

‘ভয়াবহ ও বর্বরোচিত’ ঘটনা, পশু চিকিৎসক ধর্ষনকাণ্ডে স্তম্ভিত হায়দ্রাবাদ পুলিশ

এভাবে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে বহু জায়গায় পদপৃষ্টের ঘটনা ঘটেছে। সেকথা মাথায় রেখে শনিবার হেলমেট পরে বাজারে এসেছেন তাঁরা। রাজ্যের এক আধিকারীক জানিয়েছেন, পেঁয়াজ কেনার সময় পাথর ছুঁড়ছেন ক্রেতারা।

কোন পুলিশি সাহায্য পাচ্ছেনা তারা। তাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করেছেন। উল্লেখ্য, নাসিক থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যাওয়ায় অনেক রাজ্য এখন পেঁয়াজ নিয়ে সংকটের মুখে পড়েছে।পরিস্থিতি সামাল দিতে বিদেশ থেকে ১.২ লাখ কেজি পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেঁয়াজ আমদানি করার কথা হচ্ছে মিশর, তুরস্ক, নেদারল্যান্ডস-সহ অন্যান্য বেশ কয়েকটি দেশ থেকে।