কলকাতা:- ফের শহরে বাসের রেষারেষি। হাওড়া ব্রিজে একটি বাসকে পিছন থেকে ধাক্কা মারে অপর একটি বাস। এই ঘটনায় পিছনের বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়। এদের মধ্যে ৪জন গুরুতর আহত হয়েছেন। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। হাওড়া ব্রিজে ওঠার পর থেকেই দুটি বাস রেষারেষি করতে শুরু করে।
হাওড়া ব্রিজের মাঝখানে লাগানো ডিভাইডার পেরিয়ে ওভারটেক করতে যাচ্ছিল বাসটি। সেই সময় পিছনের বাসটি সামনের বাসটিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলে আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ইতিমধ্যে তাদের চিকিৎসা শুরু হয়েছে। শেষ পাওয়া খবর, আশঙ্কাজনক দুজনের মৃত্যু হয়েছে।