ওয়েব ডেস্ক : ভারত সহ সারা বিশ্বে রিলিজ করল কল অফ ডিউটির জম্বি থিম গেম।সম্প্রতি একটি টুইটে এই খবর প্রকাশ করেছে গেম কর্তৃপক্ষ।যেখানে দেখা যাচ্ছে রক্তের প্রবাহ ঢেকে ফেলছে সারা বিশ্বকে।শনিবার ভারতীয় সময় ১০.৩০ মিনিটে কল অফ ডিউটির এই নতুন থিম রিলিজ করেছে।
আরও পড়ুন :চিতা অজগরের লড়াই ভাইরাল নেটদুনিয়ায়
কি থাকছে এই জম্বি মোডের গেমে। জানা গেছে শি নো নুমা নামের একটি ম্যাপ থাকছে এই নতুন গেমে।সারভাইভাল মোডের ক্ষেত্রে দেওয়া হবে একটি সাধারণ বন্দুক। যেখানে প্রত্যেক জম্বিকে খতম করার ওপর পাওয়া যাবে পয়েন্ট।এর মাধ্যমেই পাওয়া যাবে আরও উন্নত অস্ত্র।এছাড়া রেইড মোডের ক্ষেত্রে থাকছে অগুন্তি জম্বি অ্যাটাকের ওপর পয়েন্ট।জম্বি মোড পূরণ করার ক্ষেত্রে প্লেয়ারদের জন্য থাকছে বিশেষ পুরষ্কার।এর পাশাপাশি নতুন ধরনের চরিত্র থাকছে এই জম্বি গেমে।