কলকাতা: শহরে ফের গতির বলি। মধ্যরাতে ইকোপার্কে অনিয়ন্ত্রিত গতির জেরে প্রাণ গেল ৩ জনের। মঙ্গলবার রাতে নিউটাউন থেকে বিমানবন্দরে যাওয়ার পথে একটি হুন্ডা সিটি গাড়ি ইকোপার্কের কাছে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি থামে। ঘটনাস্থলে মারাত্মকভাবে জখম হয় ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করে।
দুর্ঘটনাগ্রস্থ গাড়িটির অবস্থা ভয়ানক ছিল। প্রবল ধাক্কায় বেরিয়ে এসেছিল গাড়িটির এয়ারব্যাগ। গাড়ির মধ্যে রক্তে মাখামাখি অবস্থায় উদ্ধার করা হয় ৫ জনকে। সামনের কাঁচ ভেঙে গিয়েছে, এমনকি দুটো দরজা ভেঙে চুমরার হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই ৫ জনের মধ্যে এক জনের বাড়ি সল্টলেকে। বাকিদের বাড়ি মানিকতলায়। গাড়িটি চালাচ্ছিলেন মোহিত জৈন। পাশে বসেছিলেন সর্বজিত সিং। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা চলছে।