ওয়েব ডেস্ক: চিৎপুর লকগেটের কাছে উল্টে গেল ছাত্র-ছাত্রী বোঝাই স্কুলবাস। ঘটনার জেরে অন্তত ২৫ জন ছাত্র-ছাত্রী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে দ্রুত আহত ছাত্রদের উদ্ধার করে নিটকবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, রাস্তাটি যথেষ্ট সরু ছিল। রাস্তার একধারে দাঁড়িয়ে বালি তুলছিল একটি লরি। স্কুলবাসটি পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর জখম হয় বাসের চালক। বাসটি ভয়ানক ভাবে দুমড়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় শ্যামবাজার ট্রাফিক পুলিশ। বেশিরভাগ পড়ুয়ারই আঙুলে ও মাথায় চোট লেগেছে।
গুরুতর আহত পড়ুয়াদের ভর্তি করা হয়েছে আরজিকর হাসপাতালে। দুর্ঘটনার জেরে চিৎপুর রোডে ব্যপক যানজটের সৃষ্টি হয়। টালাব্রিজ বন্ধ হওয়ার পর থেকে চিৎপুর দিয়েই ভারী যানবাহন চলাচল করত। এই দুর্ঘটনার জেরে থমকে গিয়েছে ওই অঞ্চলের যান চলাচল। ট্রাফিক পুলিশ রাস্তার যানজট কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা করছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে বোঝার চেষ্টা চলছে।