Date : 2024-04-26

ম্যানহোল থেকে ভেসে আসছে রহস্যজনক কন্ঠস্বর!…

ওয়েব ডেস্ক: বেশ কিছুদিন ধরেই ম্যানহোলের মধ্যে থেকে শোনা যাচ্ছিল কথার শব্দ। চণ্ডিগড়ের কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের সামনে থাকার ব্যবস্থা করেছিল কারা! মাঝে মাঝেই ম্যানহোলের সামনে দিয়ে গেলে গালিগালাজের আওয়াজ পেয়ে ধন্দের সৃষ্টি হয়েছিল। কে থাকে ম্যানহোলে? মানুষের পক্ষে কি ম্যানহোলে থাকা সম্ভব! অগত্য পুলিশে খবর দেয় কেন্দ্রীয় ল্যাবের কর্মীরা। তদন্তে নেমে পুলিশ নজরে আসে রাস্তার নিচে ফাঁকা একটি জায়গা। তাঁরা জানান, ম্যানহোলের নিচে বেশ কিছুদিন ধরে বাস করছেন গৃহহীন কিছু মানুষ। নর্দমা পরিষ্কার করতে নেমে প্রথম এই ঘটনা নজরে আসে সাফাই কর্মীদের। তারা বিষয়টি ল্যাব কর্তৃপক্ষকে জানান। দেরি না করে পুলিশকে খবর দেয় ল্যাব কর্তৃপক্ষ।

মাঝরাতে দিল্লি বিমানবন্দরে উদ্ধার ব্যাগ বোঝাই আরডিএক্স

তবে স্থানীয় পুলিশরা সেখানে পৌঁছনোর আগেই স্থান ত্যাগ করে চলে যান ম্যানহোলেবাসীরা। অজ্ঞাত পরিচয় কোন ব্যক্তিরা বসবাস করত সেখানে কেনই বা ম্যানহোলে থাকত তারা? এসব নিয়ে উঠছে প্রশ্ন। তদন্ত করে সেখান থেকে কিছু কম্বল, নকল পিস্তল, কিছু খাবার জিনিস উদ্ধার হয়েছে। তবে চণ্ডীগড়ের ডিএসপি জানিয়েছেন, কিছু ভিখারী সম্ভবত সেখানে থাকতে শুরু করেছিল বেশ কিছুদিন ধরে। তবে ভিখারী হলে তাদের কাছে বন্দুক কেন থাকবে? এই নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে।