Date : 2024-04-27

মাঝরাতে দিল্লি বিমানবন্দরে উদ্ধার ব্যাগ বোঝাই আরডিএক্স…

ওয়েব ডেস্ক: নিরাপত্তারক্ষীদের সতর্কতায় অল্পের জন্য বানচাল হল নাশকতার ছক। শুক্রবার দিল্লি বিমানবন্দরে আরডিএক্স ভর্তি ব্যাগ উদ্ধার হল। তীব্র বিষ্ফোরণ ঘটানোর জন্যই ওখানে রাখা হয়েছিল ব্যাগটি। সূত্রের খবর, দিল্লি বিমানবন্দরের ২ নম্বর অ্যারাইভাল গেটে হঠাৎই একটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিরাপত্তারক্ষীদের ব্যাগটি দেখে সন্দেহ হয়। বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড এসে এলাকা খালি করে দেয়। ব্যাগটি পরীক্ষা করে জানা যায় ব্যাগটি মারাত্মক আরডিএক্সে ভর্তি। ব্যাগটি বিষ্ফোরণ হলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। ব্যাগটি দেখে রীতিমতো চিন্তায় পড়ে যায় পুলিশ প্রশাসন। অভিযুক্তকে ধরতে খতিয়ে দেখা শুরু হয়েছে দিল্লি বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ। গোটা বিমানবন্দরে শুরু হয় চিরুনি তল্লাশি। গোয়েন্দা সূত্রের খবর, সীমান্ত পেড়িয়ে দেশে ঢুকে পড়েছে প্রায় তিনশোর বেশি পাক জঙ্গি।

রাজ্যের পরিচয় হারিয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখ এখন পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল

একাধিক বড় শহরে পাক জঙ্গিরা হামলা চালানোর ছক কষছে বলে জানা গেছে। এদের সমস্ত রসদ ও মদত জোগাচ্ছে পাক সেনাবাহিনী, ভারতীয় গোয়েন্দা দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে। ৩৭০ ধারা রদের পর ভারতে বড় রকমের নাশকতা ছড়ানোর চেষ্টায় আছে পাকিস্তান। এই ঘটনার ফলে দেশের একাধিক বড় বিমানবন্দরে শুরু হয়েছে তল্লাশি। মঙ্গলবার কাশ্মীরের কুলগাম অঞ্চলে ৫ বাঙালি শ্রমিককে নির্বিচারে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এরাই সড়ক পথে দিল্লি এসে বড়সড় নাশকতার ছক করতে পারে বলেও মনে করছে গোয়েন্দা বিভাগ। ঘটনার জেরে দেশের বড় শহর ও বিমানবন্দরগুলিতে জারি হয়েছে কড়া নিরাপত্তা। সকাল থেকে কলকাতা বিমানবন্দরে চলছে স্নিফার ডগ দিয়ে তল্লাশি।