Date : 2024-03-19

বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমে উঠে এলো দিল্লির নাম, পঞ্চমে কলকাতা…

ওয়েব ডেস্ক:- দীপাবলির পর ছট্ পুজো, রাজধানীর বাতাসে দূষণের ভারে মুখ ঢেকেছিল দিল্লির আকাশ। ছিটেফোঁটা বৃষ্টিতে কিছুটা আকাশ পরিস্কার হলেও গত মঙ্গলবার থেকে অবস্থা তথৈবচ। এই শহরে বসে শুধু দিল্লির কথা ভাবলেই মুক্তি মিলবে না। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে শহর কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মোটেই স্বস্তিসূচক নয়। বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট বিশ্বজুড়ে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের উপর সমীক্ষা চালিয়ে যে রিপোর্ট পেশ করেছে তা রীতিমতো চিন্তার। বিশ্বে মোট ১০টি দূষিত শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী যেমন শীর্ষস্থানে আছে তেমন কলকাতার স্থান পঞ্চমে। সেদিক থেকে নয় নম্বরে আছে মুম্বই। গত ৯দিন ধরে দিল্লির বায়ুদূষণ বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। দূষণের কারণে সেখানে জনস্বাস্থ্যের জরুরি অবস্থা চলছে।

ফের ধোঁয়ায় মুখ ঢেকেছে আকাশ, চোখ খোলা যাচ্ছে না, তীব্র শ্বাসকষ্টে হাঁসফাঁস করছে দিল্লি

এক নজরে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স

অশোক বিহার- ৭৫৭

নয়ডা-৬৬৫

দ্বারকা- ৯৩০

নারেলা- ৮১৮

পুষা- ৭৭৭

রোহিনী-৭৬৫

গুরুগ্রাম-৯৫৩

সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা হলেও দূষণমাত্র কমেছে। বৃষ্টি কমতেই শুষ্কতা আর ধোঁয়াশার কারণে ফের বাতাসের গুণমান খারাপ হতে শুরু করেছে শহরে। দূষণের পরিমাণ সব চেয়ে বেশি হাওড়ার ঘুসুড়ি। সেখানে আজ সকাল ৮ টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স লেভেল ২২৫। আর কলকাতার ভিক্টোরিয়ায় দূষণের মাত্রা বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ১৬২। এই পরিস্থিতি চলতে থাকলে দিল্লির পর কলকাতাও গ্যাস চেম্বারে পরিণত হত বেশিদিন লাগবে না। প্রসঙ্গত, দিল্লিতে শুক্রবার বিভিন্ন অঞ্চলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ১০০০ ছাড়িয়ে গিয়েছিল।