ওয়েব ডেস্ক:- হায়দ্রাবাদ গণধর্ষণকাণ্ডে যখন উত্তাল গোটা দেশ তখন খাস কলকাতায় গণধর্ষনের ঘটনা ঘটল। কালীঘাট আদিগঙ্গার কাছে দুই নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটল ২ নাবালক সহ তিনজনের বিরুদ্ধে। ঘটনার জেরে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এক জনের খোঁজে চলছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, কালীঘাট মন্দির সংলগ্ন ফুটপাতে দুই নাবালিকা থাকতেন। দুজনেই ভিক্ষাজীবী। অভিযোগ দুই নাবালক তাদের মাটি তোলার কথা বলে আদিগঙ্গার ধারে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর ওই নাবালিকাদের আদিগঙ্গার ঝোপে টেনে নিয়ে যায় ওই দুই নাবালক। ঘটনাস্থলে ছিল আরও একজন, তিনজনে মিলে দুই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
ধর্ষন করে দুই নাবালক চম্পট দেয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুই ধর্ষিত নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানে মেডিক্যাল টেস্টে ধর্ষণের প্রমান মেলে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের বোতল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিসি সাউথ মিরাজ খালিদ। শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত।