ওয়েব ডেস্ক:- সুপ্রিম কোর্টের ৪৭ তম বিচারপতি হিসাবে শপথ নিলেন শরদ অরবিন্দ বোবদে। আগামী ১৭ মাস তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে থাকবেন। এদিন তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্টের মন্ত্রী অমিত শাহ। সুপ্রিম কোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায়দানের সঙ্গে জড়িত ছিলেন তিনি। সম্প্রতি অযোধ্যা মামলার পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন তিনি। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ সংক্রান্ত মামলায় গঠিত কমিটির সদস্য ছিলেন শরদ অরবিন্দ বোবদে।
১৭ নভেম্বর শেষ হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ-এর কার্যকালের মেয়াদ, নিয়মমাফিক ১০৮ অক্টোবর শরদ বোবদের নাম প্রস্তাব করা হয়।মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি বোবডের জন্ম ১৯৫৬ সালে নাগপুরে। এসএফএস কলেজ থেকে স্নাতক হয়ে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে থেকে আইনের ডিগ্রি লাভ করেন। ১৯৭৮ সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে নিজের নাম নথিভূক্ত করেন তিনি। বর্তমানে মহারাষ্ট্র ল ইউনিভার্সিটির উপাচার্য পদে আছেন শরদ অরবিন্দ বোবদে। ২০১৩ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচরপতি হাসাবে নিযুক্ত হন।