ওয়েব ডেস্ক: রাফাল নিয়ে বিরোধীদের করা একগুচ্ছ দাবিকে খারিজ করল শীর্ষ আদালত।৫৯০০০ কোটি টাকায় ৩২ টি রাফালে কেনা নিয়ে কেন্দ্রকে কার্যত কাঠগড়ায় দাড় করিয়েছিল কংগ্রেস সহ বিরোধীরা।তাদের অভিযোগ ছিল রাফালে চুক্তিতে দুর্নীতি হয়েছে।
কিন্তু তাদের সেই সব দাবিকে খারিজ করে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিষয়ে আর সিবিআইয়ের তদন্ত কারার প্রয়োজন আছে বলে মনে করে না শীর্ষ আদালত।এই সিদ্ধান্তের জেরে খানিকটা স্বস্তিতে বিজেপি শাসিত কেন্দ্র সরকার।
আরও পড়ুন :দৌড়ে লাইন পার হন? এবার সামনে দেখবেন সাক্ষাৎ যমরাজকে
বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বধীন বিচারপতি এম জোসেফ এবং সঞ্জয় কিষণ এদিন রাফালে ওপর রায় দেন।