Date : 2024-04-20

ঝড়ে উপড়ে পড়েছে ৫০০ খুঁটি, ২০ টাকায় মোবাইলচার্জ দেওয়ার হিড়িক হিঙ্গলগঞ্জে…

দক্ষিণ ২৪ পরগণা:- কোথাও উড়ে গেছে চাল, কোথাও বা ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, বুলবুল ধ্বংস করে দিয়ে গেছে গোটা গ্রাম। এভাবেই কেটে গেছে তিনটে দিন, সময় থেমে নেই। বিপদের মধ্যেও প্রাণ শক্তি অফুরান। আলো নেই, নেই পানীয় জল কোন মতে বেঁচে থাকার চেষ্টা। তারমধ্যেই মোবাইলে চার্জ করার জন্য ব্যস্ত অনেকেই। কোথায় মেলে একটু বিদ্যুতের ব্যবস্থা? মোবাইল চার্জ দিতে এবার তাই জেনারেটার নিয়ে হাজির একদল ব্যবসায়ী।

ঝড় থেকে বাঁচাতে এবারও বুক চিতিয়ে লড়াই করল ‘সুন্দরী’রা

২০ দিলেই মিলবে ফুল চার্জ। সুযোগের সদ্ ব্যবহার করতে বাদ দিচ্ছে না কেউ। এভাবেই ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চলে চলছে কারবার। গায়ে লাগলেও সেখানেই মোবাইল চার্জ দিতে যাচ্ছেন অনেকেই। বিদ্যুৎ-এর অভাবে বন্ধ টিভি, ফ্রিজ, সিলিং ফ্যান, আলো সবই। একইভাবে এবার বন্ধ হতে বসেছে মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা যায় না। তাই ২০ টাকার বদলে মোবাইল চার্জ দিতেই রাজি সবাই। এদিকে ব্যবসার ভালো পথ খুঁজে পেয়েছেন এরা। ঝড়ে ৫০০ বেশি বিদ্যুৎ খুঁটি উল্টে পড়েছে। মেরামতের কাজ চলছে সর্বত্রই। অনেকের মত, এই ব্যবস্থার জন্য সামান্য হলেও সংযোগ রক্ষা করা যাচ্ছে সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় আপডেট থাকা যাচ্ছে।