Date : 2024-04-26

জানুয়ারি থেকে UGC -এর বেতন পাবেন রাজ্যের অধ্যাপকরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর…

ওয়েব ডেস্ক: সপ্তম পে কমিশন অনুযায়ী এবার বেতন পাবেন রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। ২০২০ সাল থেকেই নতুন এই বেতন কাঠামোর আওতায় পড়বেন তারা। মঙ্গলবার নেতাজি ইন্ডোরের শিক্ষক সমাবেশে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আগের বছর গুলির জন্য ৩ শতাংশ করে ইনক্রিমেন্ট পাবেন তাঁরা। আগে তিন লাখ করে পাওয়া যেত। এর জন্যে রাজ্যের টাকা খরচ হবে মোট এক হাজার কোটি।

উল্লেখ্য শুধুমাত্র অধ্যাপকদের জন্য নয় গেস্ট লেকচারার, পার্ট টাইম শিক্ষক ও স্টেট এডেড টিচারদের জন্য এদিন সুখবর দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, স্টেট এডেড কলেজের শিক্ষক শিক্ষিকাদের জন্য ৫ হাজার টাকা করে বাড়িতে দেওয়া হলো।

প্রেমের টানে এডিএম-এর বাড়ি ছেড়ে বেপাত্তা বিড়াল, খুঁজে দিলেই মিলবে ২০০০

অবসরের পর ৫ লাখ করে পাবেন।সমাবেশে মুখ্যমন্ত্রী এদিন জানান, ৫০ হাজার কোটি টাকা ঋণের বোঝা রয়েছে, বাংলার উন্নতির জন্য তাই ধাপে ধাপে এগোতে হবে। এর আগে বেতন বৃদ্ধি ও অবসরের সময়সীমা বৃদ্ধির জন্য একাধিকবার বৈঠক করেছেন অধ্যাপকরা। বেতন বৃদ্ধির ঘোষণায় তারা খুশি হলেও ষষ্ঠ পে কমিশনের এরিয়ার না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন কিছু সংখ্যক অধ্যাপক।