Date : 2024-04-25

পৃথিবীর সব থেকে ভ্রমণবান্ধব পাসপোর্টের তালিকায় উঠে এল এই দেশ

ওয়েব ডেস্ক : পৃথিবীর সবথেকে ভ্রমণ বান্ধব পাসপোর্টের তালিকায় এবার উঠে এল জাপান, সিঙ্গাপুরের নাম।সম্প্রতি হেনলে পাসপোর্ট ইনডেস্ক এর তরফে প্রকাশ করা হয়েছে বিশ্বের সবথেকে ভ্রমণ উপযোগী পাসপোর্টের নাম।যেখানে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং জাপান।১‍৯০ টি দেশে সহজেই প্রবেশাধিকারের সুবাধে প্রথম স্থানে রয়েছে এই ২ টি দেশ।এই ক্যাটেগরিতে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড এবং জার্মানি।ভিসা ছাড়াই এই ৩ টি দেশের নাগরিকরা ১৮৮ টি দেশে ভ্রমন করার সুবিধা পান।এক নজরে দেখে নেওয়া যাক ১০ টি এরকম পাসপোর্টের তালিকা।

আরও পড়ুন : পচন ধরেনি একটুও, বার্গার ফ্রেঞ্চ ফ্রাইয়ের বয়স ১০ বছর

১. জাপান, সিঙ্গাপুর- ১৯০ টি দেশ

২. ফিনল্যান্ড, জার্মানি, দক্ষিণ কোরিয়া-১৮৮

৩. ডেনমার্ক, ইটালি, লুক্সেমবার্গ ১৮৭

৪. ফ্রান্স, স্পেন, সুইডেন-১৮৬

৫. অষ্ট্রিয়া,নেদারল্যান্ডস, পর্তুগাল- ১৮৫

৬. বেলজিয়াম, কানাডা, গ্রীস, আয়ারল্যান্ড, নরওয়ে, ব্রিটেন, আমেরিকা, সুইজারল্যান্ড-১৮৪

৭. মালটা, চেক রিপাবলিক-১৮৩

৮.নিউজিল্যান্ড-১৮২

৯. অষ্ট্রেলিয়া, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া- ১৮১

১০.হাঙ্গেরি, আইসল্যান্ড, লাটভিয়া, স্লোভেনিয়া-১৮০

সেদিক থেকে ভারতের ৫৮ টি দেশে ভিসা সহ ঘোরার সুবিধা রয়েছে।