ওয়েব ডেস্ক:- নতুন বছরে বিশেষ অফার নিয়ে আসতে চলেছে জিও। গ্রাহকদের জন্য দুর্দান্ত হ্যাপি নিউ ইয়ার অফার নিয়ে আসছে জিও। অফার অনুসারে ২০২০ সালের ২০২০ টাকার নতুন রিচার্জ প্ল্যান করল জিও।এই প্ল্যানের মেয়াদ ৩৫৬ দিন পর্যন্ত। এই রিচার্জ প্ল্যানে জিও প্রিপেড গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা, সঙ্গে মিলবে প্রতিদিন ১.৫ জিবি হাইস্পিড ডেটা। এর সঙ্গেই থাকছে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ এসএমএস ব্যবহারের সুযোগ আর জিও সিনেমা, জিও টিভি, জিও নিউজ-সহ সবকটি জিও অ্যাপের অবাধে ব্যবহারের সুযোগ।
এই অফারে যারা জিও ফোন কিনতে চান তাদের জন্য রয়েছে সুযোগ। এই অফারে ১৫০০ টাকার জিও ফোন কিনলে পেয়ে যাবেন ৩৫৬ দিনের ২০২০ অফার। এই অফারে পেয়ে যাবেন প্রতিদিন ৫০০ এমবি ডাটা ও আনলিমিটেড কলিং। বছরের শেষ সপ্তাহ থেকে বছরের শুরুতে এই অফার গপাবেন জিও গ্রাহকরা। এখনই রিচার্জ করান আর দেখুন জিও-র ধামাকা।