Date : 2024-02-21

খরচ নিয়ন্ত্রণে রাখুন, উন্নয়ণশীল দেশকে বার্তা বিশ্ব ব্যঙ্কের…

ওয়েব ডেস্ক:- উন্নয়নশীল দেশগুলিতে ঋণের চাহিদা তুঙ্গে। সেই নিয়ে গত পাঁচ বছর ধরেই চূড়ান্ত সতর্কতা দিয়ে আসছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ও বিশ্ব ব্যাঙ্ক। সম্প্রতি এক রিপোর্টে আইএমএফ জানিয়েছে, ২০১৮ সালে সারা বিশ্বে ঋণের অঙ্ক ১৮৮ লক্ষ কোটি ডলার ছুঁয়েছে। যা বিশ্ব অর্থনতির ২৩০%।

বিয়ের মরসুমে সুখবর, ৩০০০ টাকা কমল সোনার দাম

আর শুক্রবার বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, এই পরিস্থিতিতে হঠাৎ যদি সুদ বেড়ে যায় কিংবা বিশ্ব অর্থনীতি কোনও ভাবে ধাক্কা খায়, তা হলে উন্নয়নশীল দেশগুলি ঐতিহাসিক আর্থিক সঙ্কটে পড়তে পারে। সমস্ত উন্নয়নশীল দেশকেই বার্তা দিয়ে তাদের ঋণ নিয়ন্ত্রণে রাখতে বলছে বিশ্ব ব্যাঙ্ক। ঋণ ও খরচ নিয়ন্ত্রণে রাখতে রেভিনিউয়ের উপর জোর দিতে পরামর্শ দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক।