ওয়েব ডেস্ক:- নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বেনজির তাণ্ডবের পর এবার ধীরে ধীরে শান্তির পথে অসম। মঙ্গলবার ডিব্রুগড়, গুয়াহাটি সহ বেশ কিছু অঞ্চলে শিথিল করা হয়েছে কার্ফু, চালু হয়েছে ইন্টারনেট পরিষেবাও। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে অসমের ডিব্রুগড়, দিসপুর, বঙ্গাইগাঁও সহ একাধিক অঞ্চলে তীব্র বিক্ষোভ শুরু হয়। বেনজির বিক্ষোভে সামিল হন অসংখ্য মানুষ। ১১ ডিসেম্বর থেকে অসমে কার্ফু জারি করা হয়।
পরিস্থিতি সামলাতে অসমের একাধিক জেলাতে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। যদিও পরিস্থিতি সোমবার থেকে একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে। মঙ্গলবার সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শিথিল করা হয়েছে কার্ফু, চালু করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর ও বিক্ষোভের জেরে গ্রেফতার করা হয়েছে প্রায় ১৯৮ জনকে।এর পর পরিস্থিতি পর্যালোচনায় বসেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।