ওয়েব ডেস্ক:- আইইডি বিষ্ফোরণে কেঁপে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। বৃহস্পতিবার, দুপুর ১১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত মধুর ক্যান্টিনের সামনে আইইডি বিস্ফোরণ ঘটে। দেখা যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে দিয়ে ধোঁয়া বেরতে শুরু করেছে। তবে এই ধামাকায় কেউ আহত হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।বিপদ এড়াতে সঙ্গে সঙ্গে জল ঢালা হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
অনেকে ছাত্র সংগঠনের অভ্যন্তরীন কলহকে দায়ী করেছেন।ঘটনার সন্দর্ভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড. এ কে এম গোলাম রব্বানি বলেন, ‘ঘটনা সম্পর্কে জেনেছি। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা বের করতে অনুসন্ধান চালানো হচ্ছে।’