ওয়েব ডেস্ক:- বড়দিনের আনন্দের বড় মজায় মেতেছে গোটা দেশ। নাচ, গান, পার্টির উচ্ছাসে মগ্ন সকলেই, সঙ্গে চলছে ঘোরাঘুরি। রাস্তায় ঘাটে যান নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। পথ নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করতে এবার অভিনব উদ্যোগ নিল গোয়া পুলিশ। বুধবার ছিল বড়দিন, সেই উপলক্ষ্যে পানাজির রাস্তায় গোয়া পুলিশকে দেখা গেল সান্তাক্লজের পোশাকে। হেলমেট ছাড়া বাইক আরোহী, পথ আইন ভঙ্গকারীদেরকে সচেতন করতে ফাইন করার বদলে সান্তা পোশাকের পুলিশ তাদের চকলেট দিল।
এদিন গোয়ার CMO তাঁর টুইট্যার একাউন্টে গোয়া পুলিশের এমন অভিনব উদ্যোগের ছবি ঘুরে বেরাচ্ছে।পানাজি ট্রাফিক সেলের ইন্সপেক্টর ব্রিন্ডন ডি- সুজার কথায়, এটা ফেস্টিভ সিজিন, প্রতিদিন পত দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। এরপরেও হেলমেট ছাড়াই চলাচল করছে তারা। মানুষকে ট্রাফিক নয়ম সম্পর্কে আরও সচেতন করতে এটাই সবচেয়ে সহজ রাস্তা।
সান্তা সবার কাছেই খুব আকর্ষনীয় তাই সান্তা সাজে সকলকে সচেতন করার উদ্যোগ নিয়েছে গোয়া পুলিশ। সান্তা সেজে পথচারী ও গাড়ির চালকদের উদ্দেশ্যে গোয়া ট্রাফিক পুলিশের বক্তব্য, তারা মানুষের পাশে থেকে তাদের সুরক্ষার বিষয়ে সচেতন করতে চাইছেন। বড়দিনের উৎসবের কারণে এদিন গোয়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ট্রাফিক আইনভঙ্গকারীদের কোন জরিমানা করা হয়নি, বরং চকলেট হাতে দিয়ে তাদের নিয়ম সম্পর্কে সচেতন করা হয়েছে।