ওয়েব ডেস্ক : ব্রিটেনে সাধারন নির্বাচনে জয়ী হওয়ার পর আগামী সপ্তাহেই পার্লামেন্টে ব্রেক্সিট বিল পেশ করতে চলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী মাসেই ইউরোপীয়ন ইউনিয়ন থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করতে চাইছেন বরিস। সেই উদ্দেশ্যে আগামী শুক্রবার এই বিলটিকে পার্লামেন্টে পেশ করার কথা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর মুখপাত্রের তরফে। মুখ পাত্রের তরফে জানানো হয়েছে, ক্রিসমাসের আগেই কাজ শুরু করে দিতে চান তারা এবং সেটা সাংবিধানিকভাবে স্পীকারের সঙ্গে আলোচনা করেই করা হবে বলে জানিয়েছেন।
আরও পড়ুন :শহরে পালিত হল বাংলাদেশ বিজয় দিবস
বরিসের কনজারভেটিভ দল ৩৬৫ আসন পেয়ে পরাজিত করে লেবার পার্টিকে। নিজে জিতলেও শোচনীয় ভাবে দলের পরাজয়ে নেতৃত্ব ছাড়ার মুখে জেরিমি করবিন। তাই দল জেতার পর আর অপেক্ষা না করে আগামী ৩১ শে জানুয়ারির মধ্যে ব্রেক্সিট পর্ব সম্পূর্ণ করার লক্ষ্যে জোর প্রস্তুতিতে নেমেছেন বরিস। নির্বচনে জয়ের পরপরই নিজের প্রতিশ্রুতি মত দ্রুতই পদক্ষেপ গ্রহন করার ভিত্তিতে এগোচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।