ওয়েব ডেস্ক : গাড়িতে বসে ধুমপান করার অভ্যেসটা অনেকেরই আছে। বাসে ট্রেনে হামেশাই কেউ না কেউ নিষেধ করার সত্বেও এই কাজটি করে থাকেন। সেই গাড়িতে বসে ধূমপান করতে গিয়ে বিস্ফোরন ঘটল গাড়িতে। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের হ্যালিফাক্সের ফাউন্টেন স্ট্রিটে। গাড়িতে বসে ধূমপানের ইচ্ছে ছিল ওই ব্যক্তির। তবে সেই ধোঁয়া যাতে গাড়ির ভেতরের আবহাওয়া নষ্ট না করে সেই কারণে বেশ ভালোভাবেই এয়ার ফ্রেশনার দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: সেনাবাহিনীর পরবর্তী প্রধান হচ্ছেন মনোজ মুকুন্দ নারাভানে
আর সেই অবস্থায় সিগারেট ধরাতে গিয়ে বেশ ছোটখাটো বিস্ফোরনে কেঁপে ওঠে গাড়িটি। বিস্ফোরনের জেরে ভেঙ্গে যায় গাড়ির কাঁচ। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।তবে বরাত জোরে বেঁচে গিয়েছেন ওই ব্যক্তি। শহরের মধ্যে ব্যস্ত রাস্তায় গাড়িতে বিস্ফোরন হওয়ায় ঘাবড়ে যান অনেকেই।