ওয়েব ডেস্ক:- নিলামে উঠেছে চন্দ্রযান-২। অকশন প্রাইজ মাত্র ১৫ হাজার টাকা। দখল নেওয়া নিয়ে হৈচৈ পড়ে গেল নিউ জলপাইগুড়িতে। তবে চন্দ্রযান-২ নিলাম কিনে কি খেয়ে ফেলতে পারবেন? না খেলে পিঁপড়ে খাবে। হ্যাঁ, ঠিক ধরেছেন। চন্দ্রযান-২-এর আদলে একটি কেক তৈরি করেছে নিউ জলপাইগুড়ির একটি কেক প্রস্তুতকারী সংস্থা। সংস্থার কর্ণধার রঞ্জন সাহার বক্তব্য, “চন্দ্রযান-২-এর অভিযান সফল করার জন্য ইসরোর বিজ্ঞানীরা প্রচুর চেষ্টা করেছেন। তাদের চেষ্টাকে কুর্ণিশ করার জন্য চন্দ্রযান-২ এর আদলে ৫০ পাউন্ডের কেক তৈরি করলাম আমরা।”
প্রতিবছরই বিভিন্ন রকমের কেকের সঙ্গে একটি জায়েন্ট কেক তৈরি করে জলপাইগুড়ির বাবুপাড়ার এই কেক প্রস্তুতকারী সংস্থা। এবার তাদের পেল্লাই কেকের নাম চন্দ্রযান-২। ৭ কিলো ময়দার সঙ্গে ৭ কিলো চিনি, পরিমান মতো বিভিন্ন ড্রাই ফ্রুটস, ডিম, বাটার, মার্জারিন ও অন্যান্য উপকরন দিয়ে তৈরি করা হয়েছে এ বারের কেক। গতবার তাদের থিম ছিল হাইকোর্টের সার্কিট বেঞ্চ, এবার গোটা দেশে সবচেয়ে চর্চিত বিষয়ের মধ্যে অন্যতম হল, চন্দ্রযান-২এর উৎক্ষেপন। সেই কেক নিয়ে এবার শোরগোল পড়ে গেল নিউ জলপাইগুড়িতে। শুধু কেনার জন্য নয়, অত বড় কেক দেখার জন্য ভিড় জমে গিয়েছে ওই বেকারির দোকানে।