ওয়েব ডেস্ক : বিংশ শতাব্দিতে প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই এগিয়ে। ড্রোনের ব্যাবহার যেভাবে বাড়ছে তাতে মানব সভ্যতায় অনেক কাজই এখন সম্ভব হয়ে উঠেছে ড্রোনের মাধ্যমে।বিশেষ করে নজরদারির ক্ষেত্রে ড্রোন এখন মোক্ষম অস্ত্র। যা ব্যাবহার করা হচ্ছে সামরিক বা গোয়েন্দা ক্ষেত্রেও। গবেষণার মাধ্যমে এবার এক নতুন ধরনের ড্রোন আবিষ্কার করে ফেলেছেন চিনা এক সংস্থা। তাদের দাবি, এই ড্রোন একটানা প্রায় ১২ ঘন্টা উড়তে সক্ষম। তবে ড্রোন তৈরির পেছনে রয়েছে ব্যাটারির প্রযুক্তি। সেখানে চিরাচরিত লিথিয়াম আয়ন ব্যাটারির বদলে ব্যবহার করা হয়েছে মেথালন। কি এই মেথালন ? এটি একপ্রকারের টক্সিক অ্যালকোহল। FY-36 নামের এই ড্রোনটি এখনও পর্যন্ত প্রায় ১৫ বার পরীক্ষা করা হয়ে গিয়েছে।
আরও পড়ুন : বাড়িতে পড়ে থাকা ৩ কেজি প্লাস্টিক দিলেই ফ্রিতে পাবেন পেঁয়াজ
প্রায় ১৫ কেজি ওজনের এই ড্রোনটিতে রয়েছে ৩ কেজি পর্যন্ত মাল বহনের ক্ষমতা। প্রায় ৯০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এই বিশেষ ড্রোন। বাজারে ডিজেআই এর যে ড্রোন ছবি তোলার জন্য ব্যবহত হয় তার সর্বাধিক উড়ান ক্ষমতা মেরে কেটে ১৫ মিনিট। এবং প্রফেশনাল ডিজেআই ইন্সপায়ারের ২ এর ক্ষেত্রে সেই সময়সীমাটা আর একটু বেশি। প্রায় দেড় ঘন্টা। তবে সেখানে ব্যবহত ব্যটারি সাধারনত লিথিয়াম আয়ন ব্যাটরি। তবে এখনও বেশ কিছু ত্রুটি রয়েছে এই ড্রোনটিতে যা ঠিক করতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।তবে মেথানল নিয়ে তৈরি এই ব্যাটারি নতুন বিপ্লব আনতে পারে ড্রোন ব্যাবসায়।