Date : 2024-04-13

চিত্রকূটে নর্তকির মুখে গুলি করার ঘটনায় গ্রেফতার ২

ওয়েব ডেস্ক:উত্তরপ্রদেশের চিত্রকূটে নর্তকির মুখে গুলি করার ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করল পুলিশ। অধরা এখনও ১ জন।মহিলাদের ওপর একের পর এক নির্যাতনের খবর বেশ কিছুদিন ধরেই শিরোনামে দেশের বেশ কিছু রাজ্য ।উন্নাও, হায়দ্রাবাদের পর এবার উত্তরপ্রদেশের চিত্রকূটেও একটি অনুষ্ঠানে নাচ বন্ধ করার কারণে গুলি করার অভিযোগ ওঠে।ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে ওঠে বিষয়টি।

অরও পড়ুন : দু’দিনের লড়াই শেষ অগ্নিদগ্ধ উন্নাও নির্যাতিতার, শুক্রবার দিল্লিতে মৃত্যু

এবিষয়ে চিত্রকূটের পুলিশ সুপার জানিয়েছেন,চিত্রকূটে একজন নর্তকির মুখে গুলি করার ভিডিও ভাইরাল হওয়ার পর খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।হিনা নামের ওই নর্তকি এখন কানপুরের একটি হাসপাতালে আশাঙ্কাজনক অবস্থায় ভর্তি।