ওয়েব ডেস্ক:- নাগরিকত্ব আইন নিয়ে উত্তর-পূর্ব ভারত জুড়ে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। বিক্ষোভের আঁচ এসে পড়তে শুরু করেছে এই রাজ্যেও। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর থেকে সতর্ক থাকার পরামর্শ দিল ভারতীয় সেনা। মিথ্যে খবরের জেরে আশান্তি ও হিংসা আরও বেশি ছড়িয়ে পড়ে। নাগরিকত্ব আইনের প্রতিবাদের সুযোগে দেশের মধ্যে আরও বেশি ভুয়ো তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবনতা তৈরি হয়েছে। ভারতীয় সেনার তরফে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে অ্যাডভাইজারি জারি করে জানানো হয়েছে, ‘সব ধরনের গুজব ও রটনা এড়িয়ে চলুন। মিথ্যে খবর ও গুজব রটানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
এই ধরনের কোনও খবর কান দেবেন না। ’ ভারতীয় সেনার তরফে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুয়ো খবরকে চিহ্নিত করা হয়েছে। ইন্ডিয়ান আর্মি বা আর্মি অব দ্যা কান্ট্রি নামে টুইটার হ্যান্ডেল থেকে বেশকিছু মিথ্যে খবর চিহ্নিত করেছে সেনা। ওইসব খবরকে ভুয়ো বলে ঘোষণা করা হয়েছে। অসমে অশান্তি কমাতে ইতিমধ্যে ৮ কলাম সেনা নামানো হয়েছে। প্রতিটি কলামের নেওয়া হয়েছে ৭০ জওয়ানকে। নাগরিকত্ব বিল নিয়ে চলা হিংসার জেরে অসমে ৩ জনের মৃত্যু হয়েছে. অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ।