ওয়েব ডেস্ক:- আগুন সবে জ্বলতে শুরু করেছিল, তবে নিমেশেই তা দাবানল হয়ে গেল। হায়দরাবাদের ঘটনায় যখন গোটা দেশ উত্তাল রাজস্থানে ফের ধর্ষণের ঘটনা ঘটল। ৬ বছরের শিশুকে নারকীয় ধর্ষণ করার পর খবরের শিরোনামে উঠে আসে রাজস্থানের টোঙ্ক। সূত্রের খবর, শনিবার বেলা ৩টে নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরছিল প্রথম শ্রেনীর ওই ছাত্রী। এরপর বিকেল হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। নিখোঁজ ছাত্রীর খোঁজ শুরু করে তার পরিবারের লোকজন। অবশেষে পার্শ্ববর্তী একটি ঝোপ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় ৬ বছরের ছাত্রীর দেহ।
পুলিশ সূত্রে খবর, গ্রামবাসীরা গলায় বেল্টের ফাঁস দেওয়া অবস্থায় ছাত্রীটির দেহ উদ্ধার করে। পোস্টমর্টেম রিপোর্টের জন্য এখনও অপেক্ষা করা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শ্বাসরোধ করে খুন করার আগে ওই শিশুটিকে ধর্ষণ করেছিল দুষ্কৃতীরা। তবে কত জন ছিল তা এখনও বোঝা যাচ্ছে না। টোঙ্গের পুলিশ সুপার জানিয়েছেন, শিশুটি তার মামা বাড়িতে থাকতো। শনিবার বিকেল পর্যন্ত শিশুটা বাড়ি না ফেরায় অনেকেই মনে করেছিল সে তার মামা বাড়িতে ঘুমিয়ে পড়েছে। রাত পর্যন্ত সে বাড়িতে না ফেরায় শিশুটির পরিবারের লোকজন তার খোঁজ শুরু করে।