ওয়েব ডেস্ক:- করের বোঝা নিয়ে জেরবার দেশের বেশ কয়েকটি টেলিকম সংস্থা। যার ফলে ট্যারিফের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন, এয়ারটেল সহ বেশ কয়েকটি টেলিকম সংস্থা। এয়ারটেল সহ বিভিন্ন টেলিকম সংস্থাগুলি আগামীকাল অর্থাৎ ৩ ডিসেম্বর থেকে তাদের নতুন প্ল্যানিং কার্যকারী করতে চলেছে। এয়ারটেলের ক্ষেত্রে ইন্টারনেট ও আনলিমিটেড কলের নতুন মূল্য ১৯ টাকা থেকে ২৩৯৮ টাকা পর্যন্ত সমস্ত অফারের ক্ষেত্রেই পরিবর্তন হবে। শুধু এয়ারটেল নয় দেশ বৃহত্তম টেলিকম সংস্থাগুলির ক্ষেত্রেও পুরনো অফারের বদলে এই বর্ধিত মূল্য লাগু হবে। সংসদে এই নিয়ে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। দেশের বৃহত্তম টেলিকম সংস্থাগুলির এই দুরাবস্থার জন্য কেন্দ্রকে দায়ী করেছে বিরোধীরা। প্রসঙ্গত, ভোডাফেন, এয়ারটেল, আইডিয়া এবং জিও এই প্রধান তিন টেলিকম সংস্থা তাদের কলরেট ও ইন্টারনেটের খরচ বাড়াচ্ছে। ১৫ থেকে ৪০ শতাংশ হারে কলরেট ও ইন্টারনেট খরচ বাড়াচ্ছে সংস্থাগুলি। সেই সঙ্গে অন্য সংস্থার নম্বরে কলিংয়ের ক্ষেত্রে আনলিমিটেড কলের সুবিধা বন্ধ করে দিয়েছে তিনটি সংস্থাই। একটি নির্দিষ্ট পরিমাণ কলের পর অন্য নম্বরে কল করতে গেলে এখন খরচ করতে হবে। টেলিকম সংস্থাগুলির নতুন ফরমানের ফলে গ্রাহকদের পকেট আগের তুলনায় টান পড়তে বাধ্য। বিরোধীদের অভিযোগ, বাজারে জিও-র রমরমার কারণে অন্যান্য টেলিকম সংস্থাগুলি রীতিমতো ধুকছে। নীতিহীনতার কারণে বাজারে ধুকছে টেলিকম সংস্থাগুলি। জিওর বাড়বাড়ন্ত রুখতে টেলিকম সংস্থাগুলি নিজেদের ট্যারিফ কমাতে বাধ্য হয়েছে, যার ফলে প্রায় ৮ লক্ষ টাকার দেনায় ভুগছে টেলিকম সংস্থাগুলি। বিপুল পরিমান করের বোঝা সামলাতে না পেরে টেলিকম সংস্থাগুলি হঠাৎ প্রায় দ্বিগুন হরে দাম বাড়ানোয় সমস্যায় পড়তে পারেন প্রায় ১০০ কোটি গ্রাহক। রাতারাতি টেলিফোনের খরচ বেড়ে যাওয়ার কারণে যোগাযোগ নিয়ে সমস্যায় পড়তে চলেছেন দেশের সাধারণ মানুষ।
এয়ারটেল নিউ প্ল্যানিং……
ld Plan Price (Rs.) | Old Plan Validity (in days) | Old Plan Benefits | New Plan Price (Rs.) | New Plan Validity (in days) | New Plan Benefits |
---|---|---|---|---|---|
19 | 2 | Unlimited Calling, 200MB Data | 19 | 2 | Unlimited Calling, 100 SMS, 150MB Data |
35 | 28 | Rs. 26.66 Talktime, 100MB Data | 49 | 28 | Rs. 38.52 Talktime, 100MB Data |
65 | 28 | Rs. 130 Talktime, 200MB Data | 79 | 28 | Rs. 63.95 Talktime, 200MB Data |
129 | 28 | Unlimited Calling, 300 SMS Messages, 2GB Data | 148 | 28 | Unlimited Calling, 300 SMS Messages, 2GB Data |
169 or 199 | 28 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 1 GB/ Day | 248 | 28 | Unlimited Calling, 100 SMS/ Day, 1.5GB/ Day |
249 | 28 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 2GB/ Day | 298 | 28 | Unlimited Calling, 100 SMS/ Day, 2GB/ Day |
448 | 82 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 1.5GB/ Day | 598 | 84 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 1.5GB/ Day |
499 | 82 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 2GB/ Day | 698 | 84 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 2GB/ Day |
998 | 336 | Unlimited Calling, 3600 SMS Messages, 12GB Data | 1498 | 365 | Unlimited Calling, 3600 SMS Messages, 24GB Data |
1699 | 365 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 1.5GB/ Day | 2398 | 365 | Unlimited Calling, 100 SMS Messages/ Day, 1.5GB/ Day |