ওয়েব ডেস্ক : ৮৪ তে পা দিলেন ধর্মেন্দ্র।রবিবার তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানান বলিউডের সেলিব্রেটিরা।সোশ্যাল মিডিয়াতেও ধর্মেন্দ্রকে জন্মদিনের শুভেচ্ছা জানান অনেকেই।তবে এর মধ্যে থেকই দুর্লভ একটি ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেন ববি দেওল।
আরও পড়ুন :হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভের অর্ধবার্ষিকী দিবস পালন
বম্বের কোন এক জায়গায় এই ছবিটি তোলা হলেও কোথায় তোলা সেবিষয়ে বেশি কিছু জানাননি ববি।তবে শুধু ববিই নন তার পাশাপাশি এষাকে এবং অহনা দেওলকেও দেখা যায় ধর্মেন্দ্রর সঙ্গে ছবি পোস্ট করতে।