Date : 2024-04-24

বাটানগরে রাস্তায় জমে থাকা পাইপের স্তূপে আগুন, আতঙ্ক স্কুলে….

দক্ষিণ ২৪ পরগণা:- মহেশতলার বাটানগরে স্কুলের পাশের রাস্তায় জমে থাকা পাইপের স্তূপে আগুন। শনিবার সকাল ১১টা নাগাদ হঠাৎ-ই দাউ দাউ করে আগুন ধরে যায় সেখানে। গোটা আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। স্কুল থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে আতঙ্কিত পড়ুয়ারা। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন। কয়েক ঘন্টা যুদ্ধকালীন পরিস্থিতিতে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। সূত্রের খবর, এলাকায় জল নিষ্কাশন প্রনালীর কাজ চলছিল। শুক্রবার সেখানে আরও বেশ কিছু পাইপ এনে রাখা হয়। স্থানীয় কয়েকজন শীতে আগুন পোহানোর জন্য পাইপের স্তূপ থেকে কিছুটা দূরে আগুন জ্বালিয়েছিল। অনেকেরই ধারণা সেই আগুন থেকেই আগুন লেগে যায় পাইপের স্তূপে।

বোটানিক্যাল গার্ডেনে পেট্রোলের কনভয়, নিয়ম ভেঙে বিতর্কে রাজ্যপাল

যদিও আগুন লাগার কারণ দমকলের তরফ থেকে এখনও স্পষ্ট করা হয়নি। পাইপের সঙ্গে দাহ্য বস্তু ছিল কিনা সেই বিষয়ে খোঁজ নিচ্ছে দমকল বাহিনী। ঘটনাস্থলের পাশেই স্কুল ছিল। শনিবার সেখানে ক্লাস চলছিল। দমকল পৌঁছে ঘটনাস্থল থেকে আতঙ্কিত পড়ুয়াদের উদ্ধার করে নিয়ে আসে। আগ্নিকাণ্ডের জেরে বাটানগরে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। গন্তব্যে ফিরতে সমস্যায় পড়তে হয় অনেকেরই। অনেক গাড়ি সেই রাস্তা দিয়ে ঘুরিয়েও দেওয়া হয়। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা সম্ভব হবে।