ওয়েব ডেস্ক:- তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান, অথচ এবার তাঁর বিরুদ্ধেই অভিযোগ এলো বিধিভঙ্গের। পেট্রোল চালিত গাড়ি নিয়ে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ নিষেধ রয়েছে আদালতের। হাইকোর্টের সেই নিষেধজ্ঞাকে তোয়াক্কা না করে নিজের পেট্রোল কনভয় নিয়ে বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণে গেলেন রাজ্যপাল। গাছপালায় ঘেরা পরিবেশে দূষণ ছড়ানোর অভিযোগ উঠল রাজ্যপালের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ৬ টা নাগাদ সস্ত্রীক রাজ্যপাল বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলেন প্রাতঃভ্রমণের জন্য। রাজভবন থেকে সোজা হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে পৌঁছে যান তিনি।
নিয়মের তোয়াক্কা না করে তিনি হঠাৎ-ই পেট্রোল গাড়ি নিয়ে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করেন। কেন তিনি নিয়ম ভাঙলেন? বোটানিক্যাল গার্ডেনে প্রবেশের সময় রক্ষীরা তাঁকে নিয়ম সম্পর্কে অবগত করলেন না কেন? এই নিয়ে প্রশ্ন উঠছে। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘হিংসা, হানাহানি ভুলে পশ্চিমবঙ্গ একটি শান্তিপূর্ণ রাজ্য হতে পারে।’ উল্লেখ্য, সপ্তাহখানেক আগে প্রাতঃভ্রমণে রবীন্দ্র সরোবরে গিয়েছিলেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে তোপ দেগেছিলেন রাজ্যপাল। বোটানিক্যাল গার্ডেনে রাজ্যের রাজনৈতিক সংঘর্ষ ঘটনা নিয়ে অবশ্য মুখ খোলেন রাজ্যপাল।