ওয়েব ডেস্ক:- ফের ভয়ানক আগুনে ভষ্মীভূত দিল্লির একটি বাজার। সাত সকালে দিল্লির কিরারি এলাকায় আগুনে ভষ্মীভূত হয়ে গেল আসবাব বাজার। ঘটনাস্থলে পৌঁছায় দমকল। সূত্রের খবর, কিরারি এলাকার বাজারে একটি দোকানে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। এরপর দমকলে খবর দেওয়া হয়। দমকল এসে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনে। যে দোকানে আগুন লেগেছিল সেটি একটি আসবাব পত্রের দোকান। দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্রের ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় আসবাব দোকান থাকায় প্রতিটি দোকানেই প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত ছিল। দোকানের মধ্যে অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ভোর ৫ টার আগে আগুন লাগায় তখনও পর্যন্ত দোকান খোলা হয়নি। খুব ভোরে এলাকায় মানুষের যাতায়াত না থাকায় কারও মৃত্যুর আশঙ্কা নেই বলেই মনে করছেন দমকল কর্মীরা। দমকলের তরফে জানানো হয়েছে, বিল্ডিংটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযত ছিল না। বিল্ডিং-এর দোতলায় আসবাবের একটি দোকানে আগুন লাগে।