ওয়েব ডেস্ক:- দশ বছর আগেও ইন্টারনেটে ভাইরাল হওয়ার প্রবনতা এতটা ছিল না মানুষের মধ্যে। ভালো হোক বা খারাপ সমালোচনা, সামান্য বিষয়ে ভাইরাল হওয়ার প্রবনতা ক্রমশ বাড়ছে। তেমনই হল একটি কেকের ছবি নিয়ে। শুরু হয়েছে বড়দিনের মরসুম। কেক ছাড়া কি আর বড়দিন মানায়? তাই বলে কেকের এমন ডিজাইন! এমন বিভৎস কেক দেখে খাওয়া তো দূরের কথা, গা গুলিয়ে বমি আসবে আপনার। সন্তান সম্ভবা এক মহিলার স্বাদ অনুষ্ঠানে এমন কেক প্রস্তুতকারী সংস্থা বানিয়ে ফেলল অভিনব কেক। কেকটির অবয়ব তৈরি হয়েছে গর্ভবতী মহিলার পেটের মতো।
দেখলে মনে হবে হলুদ জামা পড়া এক গর্ভবতী মহিলা পার্ল নেকলেস পরেছেন। বাকি অংশটি দেখলে মনে হবে রক্তমাংসের মহিলার গর্ভের তরলে ভেসে বেরাচ্ছে একটি সদ্যজাত শিশু।
জিলেটিনের তরলের মধ্যে একটি শিশু পুতুল ভাসিয়ে রেখে কেকটির এমন আকার দেওয়া হয়েছে যে যখন আপনি কেকটি কাটতে যাবেন দেখলে মনে হবে আস্ত একটি গর্ভস্থ শিশুকে কেটে খেতে যাচ্ছেন! এটা যেমনই বিভৎস তেমনই ঘৃণ্য! ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এমন বিভৎস কেকের ছবি। আর তা নিয়েই সমালোচনা নেটিজেনদের।