ওয়েব ডেস্ক:- দিল্লির ব্যস্ততম এলাকা যেখানে রয়েছে আইআইটি-র মতো শিক্ষা প্রতিষ্ঠান, এবার সেখানে মিলছে না ফোন নেটওয়ার্ক। বাফারিং হয়ে চলেছে ইন্টারনেট। একাধিক অভিযোগ পাওয়ার পর টেলিফোন সংস্থার পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, সরকারি নির্দেশ মেনে বিভিন্ন অঞ্চলে বন্ধ করে দেওয়া হয়েছে ফোনও নেট পরিষেবা। বন্ধ রাখা হয়েছে ভয়েস কল, এসএমএস পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে দিল্লির লালকেল্লা চত্বরে। বন্ধ বেশ কয়েকটি মেট্রো স্টেশন। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বারখাম্বা, প্যাটেল চক, লোক কল্যাণ মার্গ, উদ্যোগ ভবন, আইটিও, প্রগতী ময়দান এবং খান মার্কেট মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।
এই সব স্টেশনে দাঁড়াচ্ছে না ট্রেন। সব কিছু নিয়ে সকাল থেকে নাজেহাল পরিস্থিতি নিত্যযাত্রীদের। বিক্ষোভ বিশৃঙ্খলা ছড়ানোর জেরে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, দেশের মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে এই আইনের কারণে। কেন্দ্রীয় সরকারের উচিত এই আইন তুলে নিয়ে যুবক-যুবতীদের কাজের ব্যবস্থা করা। সমস্যার সমাধানে দিল্লিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ায় একাধিক অঞ্চলে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল, কলেজ ও অফিসগুলিকে।