Date : 2024-02-21

খাসোগি হত্যাকান্ডে ৫ জনকে মৃত্যদন্ডের নির্দেশ সৌদি আদালতের

ওয়েব ডেস্ক  : সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে সাজা ঘোষণা করল সৌদি আরব। ২০১৮ সালে অক্টোবরে হত্যা করে খুনের অভিযোগ ওঠে জামাল খাসগিকো। জামাল খাসোগি সৌদি আরবের প্রিন্স মহম্মদ বিন সালমানের অন্যতম সমালোচক ছিলেন।

আরও পড়ুন : ক্রিসমাসে সান্তাকে চিঠি লিখে ‘ভালো বাবার’ আবদার ক্ষুদের

ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ঢোকার পর থেকে নিখোজ ছিলেন তিনি।এই হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি রয়েল কোর্টের উপদেষ্টার যোগের অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে সেরকম কোন প্রমান পাওয়া যায়নি।