Date : 2024-04-25

“ব্যাজ তৈরি করে লিখুন, নো সিএবি…নো এনআরসি”: মুখ্যমন্ত্রী

কলকাতা:- এনআরসি নিয়ে এবার লাগাতার আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। সোমবার ও মঙ্গলবার শহরের উত্তর ও দক্ষিণ প্রান্তে মিছিলে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যাদবপুর-৮বি বাসস্ট্যান্ড থেকে যদুবাবু বাজার পর্যন্ত মিছিলে মুখ্যমন্ত্রী স্লোগান তুললেন, “আমরা কারা…সিটিজেন”। আগামী দিনে এনআরসি-র বিরুদ্ধে আন্দোলনে তৃণমূলের স্লোগানে সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আমি কিছু স্লোগান শিখিয়ে দিয়ে যাচ্ছি। এই স্লোগানগুলোই আপনারা বলবেন। সেইসঙ্গে নিজের সঙ্গে একটা করে ব্যাজ বানিয়ে নিন। ব্যাজে লেখা থাকবে নো এনআরসি, নো ক্যাব। সেই ব্যাজ পরে থাকুন।” তারপরেই স্লোগান দিতে গিয়ে মমতা বলেন, “আমি বলব আমরা সবাই, আপনারা বলবেন নাগরিক। আমি বলব আমরা সবাই, আপনারা বলবেন সিটিজেন। আমি বলব এনআরসি, আপনারা বলবেন ছিঃ ছিঃ।আমি বলব সিএএ, আপনারা বলবেন লজ্জা।”

“কাউকে বাংলা ছাড়তে দেব না” স্লেগান তুলে আজও পথে মুখ্যমন্ত্রী

আন্দোলনের স্লোগান কিভাবে বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

  • যখন গোটা আকাশ অন্ধকর হয়ে থাকে তখন মানুষ একটু আলোর সন্ধানে থাকে। সেটাই আমরা করতে চাইছি।
  • ভারতের এমন জায়গা নেই যেখানে আন্দোলন হয়নি।
  • একটা রাজনৈতিক দল ভোট জিতে যা ইচ্ছা তাই করতে চাইছে। সব কিছু নিজের বললে চলবে না। ভেদাভেদের রাজনীতির আমরা করতে দেব না।
  • যারা দেশের স্বাধীনতা এনেছেন তাদের নাগরিকত্ব দিতে চাইছে না। এটা বিজেপির চক্রান্ত।
  • কারো জীবনের নিরাপত্তা নেই তাই আমরা বলছি আমরা সবাই নাগরিক। নাগরিক নাগরিকের মধ্যে কোন ভেদাভেদ করা যাবে না। আমরা এখানে আছি এটা কোন দিন করতে দেব না।
  • ধীরে ধীরে বিজেপি শাসিত রাজ্য গুলি থেকেই এন আর সি বিরোধী স্লোগান উঠবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, ধর্মতলা ডরিনা ক্রসিং
  • সবাই নিজের নিজের নাম লিখে ব্যাচ তৈরি করুন। সেখানে লিখবেন নো এন আর সি, নো ক্যাব।