ওয়েব ডেস্ক : সাতসকালে রেলের ওভারহেডের তারে দাঁড়িয়ে নানান অঙ্গভঙ্গি করতে দেখা গেল এক ব্যক্তিকে।ঘটনাটি ঘটেছে গোয়ালিয়লের একটি রেল স্টেশনে।মধ্যপ্রদেশের গোয়ালিয়রেরে ডাবরা স্টেশনে রেলের খুঁটি ধরে উঠে পড়েন এক ব্যক্তি।খুঁটি বেয়ে এভাবে ওপরে উঠে রীতিমতো তারের ওপর নানান অঙ্গি ভঙ্গি শুরু করেন।
আরও পড়ুন : এক কোলে সন্তান অন্য কোলে প্রকৃতি! ২০ লক্ষ গাছের ‘সিঙ্গিল মাদার’ ইনি
তবে ওভারহেডের তার অকেজো থাকায় প্রাণে বেঁচে যান তিনি। তবে ঘটনাটি দেখে ফেলেন সেখানে উপস্থিত এক রেলকর্মী। সঙ্গে সঙ্গে জানানো হয় প্রহরীকে।দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয় রেলের বিদ্যুৎ সংযোগ।তারের ওপরে দাঁড়িয়েই নানান অঙ্গি ভঙ্গি করতে থাকেন ওই ব্যক্তি। খবর দেওয়া হয় পুলিশে।তাদের তৎপরতায় মাটিতে নামিয়ে আনা হয় ওই ব্যক্তিকে। জানা গেছে তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।ঘটনার পর ওই ব্যক্তিকে রেলের সুরক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।