ওয়েব ডেস্ক : হনুমানের অত্যাচার থেকে বাঁচতে প্রিয় পোষ্যকেই বাঘের রুপ দিলেন কৃষক। ঘটনাটি ঘটেছে তীর্থহল্লির নালুরু গ্রামের।নিজেদের কফি বাগান এবং ফসলের ক্ষতি হওয়া থেকে বাঁচতে হনুমান তাড়াতে অনেক ব্যবস্থাই নিয়েছেন কৃষকরা।তবে কোন ব্যবস্থাই কাজে আসেনি।তাই বাধ্য হয়েই নিজেদের বাড়ির পোষা কুকুরকেই বাঘের রংয়ে রাঙানোর সিদ্ধান্ত নেন এক কৃষক। হনুমান বাঘের উপস্থিতিতে এলাকা ছাড়া হয়।এই সুবিধাকে কাজে লাগিয়ে কুকুরকে বাঘ হিসেবে ব্যবহার করেছিলেন ওই কৃষক।তাতে আসে সাফল্য। তার দেখাদেখি একই পদ্ধতি ব্যবহার করে নিজের ফসল বাঁচিয়েছেন ওই এলাকার আরও বেশ কয়েকজন কৃষক।
আরও পড়ুন : জেমস বন্ডের নতুন সিনেমার টিজার লঞ্চ
নল্লুরের ওই কৃষক শ্রীকান্ত গৌড়া জানিয়েছেন, “আগে হনুমানদের থেকে ফসল বাঁচাতে খেলনা বাঘ বাজার থেকে কিনে এনে মাঠে বসাতাম।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খেলনার রং পাল্টে যাওয়ায় ফসল নষ্ট করতে তারা ফিরে আসত। তখনই আমি বুলবুলকে হেয়ার ডাই দিয়ে রং করে তাকে বাঘের রুপ দিয়ে দিই”।
এখন ওই কৃষক বুলবুলকে প্রতিদিন ২ বার মাঠে নিয়ে যায় এবং সেক্ষেত্রে মাঠে আসতে ভয় করে হনুমানরা বলে জানান কৃষক।তার এই ছবি এখন রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়।