ওয়েব ডেস্ক : যুযুধান লড়াইয়ের সাক্ষী থাকল দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম।শনিবার অলম্পিক কোয়ালিফায়ার্সের ট্রায়ালে ৫১ কেজি বিভাগে ৯-১ ব্যাবধানে নিখাত জারিনকে হারিয়ে টোকিও অলম্পিক কোয়ালিফায়ারে যাওয়ার রাস্তা পাকা করে ফেললেন ৬ বারের বিশ্চ্যাম্পিয়ন বক্সার মেরি কম।তবে জয় শেষে হঠাৎ মেজাজ হারিয়ে ফেলেন মণিপুরের এই বক্সার।ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে সৌহাদ্য বিনিময় করেননি মেরি। এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে হঠাৎই মাথা গরম করে ফেলেন এই কিংবদন্তি বক্সার।
তবে যে কারণে হঠাৎ মাথা গরম, তার সূত্রপাত মাস তিনেক আগের একটি ঘটনাকে কেন্দ্র করে।টোকিও অলম্পিকে যাওয়ার ক্ষেত্রে সবার সমানাধিকার থাকা উচিত, এই অভিযোগ করে ভারতীয় বক্সিং ফেডারেশনকে একটি চিঠি লেখেন নিখাত। সেখানে টোকিও অলম্পিকে কোয়ালিফায়ারের ক্ষেত্রে প্রত্যেকের সমানভাবে অধিকার পাওয়া উচিত বলে মনে করেন তিনি।সেই ট্রায়ালেই এদিন জারিনকে হারিয়ে টোকিও অলম্পিকে নিজের পথ সুগম করেন মেরি।তবে ম্যাচ শেষে জারিনের সঙ্গে হাত না মেলানো প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন মেরি। তিনি বলেন ‘আমি কেন ওর সঙ্গে হাত মেলাতে যাব? আপনি যদি কারও থেকে সম্মান আশা করেন, তবে আপনারও উচিত উল্টোদিকের মানুষটিকে সম্মান জানানো।আমি এই ধরনের স্বভাবের মানুষদের পছন্দ করিনা।রিংয়ের ভেতরে নিজেকে প্রমাণ করো, বাইরে নয়’।ফ্রেবরুয়ারিতে ফ্রেবরুয়ারিতে চিনের উহানে অনুষ্ঠিত হতে চলা অলম্পিক কোয়ালিফায়ার এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন মেরি কম।