ওয়েব ডেস্ক:- মিস ইউনিভার্স প্রতিযোগীতায় বিপত্তি। স্যুইম স্যুট পর্ব চলাকালীন মঞ্চের উপর একে একে পড়ে যেতে শুরু করেন প্রতিযোগীরা। র্যাম্পে হাঁটতে গিয়ে পড়ে যান ফ্রান্সের সুন্দরী বছর ২৫ এর মায়েভা কুকে। কি কারণে এইভাবে পড়ে গেলেন সুন্দরীরা? জানা যাচ্ছে মঞ্চ ভিজে থাকার কারণে তিনি পড়ে যান। আচমকা পড়ে যাওয়ায় প্রথমে অপ্রস্তুত হয়ে গেলেও মুহুর্তের মধ্যে হাততালি দিয়ে সামলে নেন পরিস্থিতি। শুধু মায়েভাই নন, ওই মঞ্চের আসা বাকি ৫ জন প্রতিযোগীও একই ভাবে পড়ে যান।
তাঁরাও পড়ে গিয়ে আবার উঠে পড়েন এবং হাঁটতে থাকেন। এই ধরনের বিপত্তিতে প্রতিযোগীদের কারোর বড়সড় ক্ষতি না হলেও গাফিলতির জন্য বিড়ম্বনায় পড়েছে আয়োজক কর্তৃপক্ষ। রবিবার রাতে জর্জিয়ার আটলান্টা শহরে চলছিল মিস ইউনিভার্স প্রতিযোগীতা।
গোটা বিশ্বের প্রায় ৯০ জন প্রতিযোগী অংশ নেন। এবার মিস ইউনিভার্স হয়েছেন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি। তৃতীয় হন মেক্সিকান সুন্দরী সোফিয়া আরাগন। তবে এবার সেরা দশেও জায়গা করে নিতে পারেননি ভারতীয় সুন্দরী বর্তিকা সিং।