Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • উত্তর কলকাতার দায়িত্বে ৯ জনের কোর কমিটি তৃণমূলের। কলকাতা উত্তরের সভাপতি পদ থেকে অপসারিত সুদীপ বন্দ্যোপাধ্যায়।
  • বীরভূমে তুলে দেওয়া হল জেলা সভাপতি পদ। জেলার সার্বিক দায়িত্ব ন’জনের কোর কমিটিকে। ন’সদস্যের কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল।
  • তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বদল। অসিত চট্টোপাধ্যায়ের পরিবর্তে নতুন সভাপতি সুজিত কুমার রায়। কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অপরিবর্তিত থাকছে।
  • দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হলেন সাংসদ পার্থ ভৌমিক।
  • বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান হলেন সাংসদ মমতাবালা ঠাকুর।
  • আরামবাগ সাংগঠনিক জেলায় চেয়ারপদে নিয়ে আসা হল সাংসদ মিতালী বাগকে।
  • বাঁকুড়া সাংগঠনিক জেলায় সভাপতি বদল। সরিয়ে দেওয়া হল সাংসদ অরূপ চক্রবর্তীকে। নতুন সভাপতি হলেন তারাশঙ্কর রায়।
  • মালদার চেয়ারম্যান করা হল বাবলা সরকারের স্ত্রী চৈতালি করকারকে।
  • উত্তর দিনাজপুরের চেয়ারম্যান হলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান।
  • রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া DA দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। চার সপ্তাহের মধ্যে ডিএ দেওয়ার নির্দেশ। অগস্ট মাসে মামলার পরবর্তী শুনানি।
  • পুলিশ সংযত থেকে অনুরোধ করেছে। ৭ ঘণ্টা ধরে পুলিশের অনুরোধ কেউ কানে তোলেননি। পুলিশ ধৈর্য এবং সংযম দেখিয়েছে : ADG দক্ষিণবঙ্গ।
  • চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জ। হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
  • ১৮ মে পর্যন্ত ভারত-পাক সংঘর্ষ বিরতি জারি থাকবে। হটলাইনে দুই দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত।
  • গত এক মাসের মধ্যে সবথেকে সস্তা হলো সোনা।
  • New Date 2025-5-17
  • New Time 02:11:32 AM
বিয়ে করতে এসে বন্দুক হাতে কনে! বরকে দেখে ছুঁড়লো গুলি! ভাইরাল ভিডিও….

13
December 2019

বিয়ে করতে এসে বন্দুক হাতে কনে! বরকে দেখে ছুঁড়লো গুলি! ভাইরাল ভিডিও….

বর্ধমান:- “বর আসবে এক্ষুনি/ নিয়ে যাবে তক্ষুনি” সেই বর আসার নতুন কায়দা দেখল বর্ধমানের কাটোয়াবাসী। বিয়ে করতে এসে বর বাড়িতে পা রাখতেই রীতিমতো গুলি চলল। না না, বর সুস্থই আছেন। বরযাত্রীও সুরক্ষিত। শুধু বরণ করার সময় শূন্যে গুলি করল কনের জ্যোঠামশাই। বর আসলেই গুলি ছোঁড়া, এটাই নাকি তাদের বাড়ির প্রচলিত রীতি রোওয়াজ! পারিবারিক পরম্পরায় এটাই নাকি গার্ড অফ অনার। শুধু পাত্রই নয় বাড়িতে নববধূকেও এইভাবেই অভ্যর্থনা জানায় কাটোয়ার মাধবীলতার মণ্ডল পরিবার। কনের জ্যেঠু রমণী মন্ডল বাড়ির প্রবীনতম সদস্য। বাড়িতে বর পা রাখতেই তিনি শূন্যে পর পর তিনটে গুলি চালান তিনি।

বাটানগরে রাস্তায় জমে থাকা পাইপের স্তূপে আগুন, আতঙ্ক স্কুলে

তাঁর অবশ্য বন্দুকের লাইসেন্স রয়েছে। এদিন টেলিফোন ময়দান এলাকায় মণ্ডল বাড়িতে চলছিল বিয়ের আসর। প্রতিবেশীরাও অনেকেই আমন্ত্রিত ছিলেন সেখানে। হঠাৎ-ই বিয়ের আসর থেকে গুলি ছোঁড়ার আওয়াজ পাওয়া যায়। শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এই বুঝি কেউ খুন হয়ে গেল! তবে ভুল ভাঙতে বেশিক্ষণ সময় লাগেনি।

দীঘায় উদ্ধার “জায়েন্ট ফিস”! বিরল প্রজাতির ৮০০ কেজির মাছ

খবর ছড়িয়ে পড়ে গোটা কটোয়া শহরে। বরণ ডালায় বন্দুকের গুলি ফ্রি এমন কনসেপ্ট এখন নেট দুনিয়ায় ভাইরাল। সেই দোনলা হাতে দাঁড়িয়ে। কনের বেশেই। খবর পেয়ে দ্রুত পৌঁছয় পুলিশ। হকচকিয়ে যায় পরিবারের লোক। বন্দুকটি হেফাজতে নিয়ে নেওয়া হয়। কিন্তু সেটি যে লাইসেন্সপ্রাপ্ত? সেই লাইসেন্সও সঙ্গে নিয়ে যায় পুলিশ। তবে এই ঘটনার পর কনের জ্যেঠুকে তলব করা হয় থানায়। প্রসঙ্গত, এদিন মণ্ডল বাড়ির মেয়ে পায়েলের বিয়ের আসর বসেছিল স্থানীয় একটি লজে। মাধবীতলার মণ্ডল পরিবারের কনে পায়েলের বিয়ে হয়েছে মাস্টারপাড়ার সৈকত মণ্ডলের সঙ্গে। বরণের সময় পুলিশের অনুমতি ছাড়া গুলি ছোঁড়ার ঘটনায় আটক করা হয়েছে বন্দুকটি। লাইসেন্স থাকলেও তা আপাতত পুলিশের হেফাজতে।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics