ওয়েব ডেস্ক: সাতসকালে বিমান ভেঙে নিহত প্রায় বহু সংখ্যক যাত্রী।ঘটনানটি ঘটেছে কাজাখস্তানের আলমাটি বিমানবন্দরের কাছে।শুক্রবার সকাল ৭ টা ২২ মিনিটে আলমাটি থেকে দেশের রাজধানী নুরসুলতানের উদ্দেশ্যে রওনা দিয় বিমানটি। টেক অফ হওয়ার বেশ কিছুক্ষনের মধ্যেই বিমানটি একটি দোতলা বাড়িতে ভেঙে পড়ে যাত্রী সমেত।পাহাড়ী এলাকায় উচ্চতা হারানোর ফলে ঘটে যায় এই দুর্ঘটনা।
বিমান ভেঙে পড়ার পর পরই দুর্ঘটনাস্থলে পৌছে যান উদ্ধারকারীরা।ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে।তবে বিমানের ভেতর অনেক যাত্রীই এখনও বেঁচে রয়েছেন বলে মনে করা হচ্ছে।এই ঘটনার পর বিমানবন্দরে আপাতত সমস্ত বিমান বন্ধ রখার নির্দেশ দেওয়া হয়েছে।দুর্ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট।