Date : 2024-04-25

গৃহঋণে সুদ কমাল এসবিআই….

ওয়েব ডেস্ক:- গৃহঋণে সুদ কমালো এসবিআই। ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট ১০ বিপিএস কমে যাওয়ার ফলে গৃহঋণে সুদের পরিমাণ কমানো হল। সুদের রেট কমানোর ফলে এমসিএলআর ৮ শতাংশ থেকে কমে হয় ৭.৯ শতাংশ। চলতি আর্থিক বছরে এই নিয়ে প্রায় আটবার এমসিআরএল রেট কমালো এসবিআই। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, চলতি আর্থিক বর্ষে তাদের আয় যথেষ্ঠ ভালো হয়েছে এছাড়া বাজারে অটো ঋণ ও গৃহঋণের মধ্যে ২৫ শতাংশই এখন এসবিআই-এর হাতে তাই এমসিআরএল কমানো হল।

অন্য নেটওয়ার্কের থেকে ৫ গুণ বেশি ফ্রি কলটাইম দিয়ে আবার সেরা জিও

তবে এসবিআই-এর ক্ষেত্রে এখনই গৃহঋণে ইএমআই কমছে না। ব্যবস্থা কার্যকারী হতে সময় লাগবে ১ বছর। গৃহঋণে সুদ কমার ফলে এসবিআই থেকে গৃহঋণ নিতে অনেক গ্রাহকই উৎসাহিত হবে বলে মনে করা হচ্ছে।