ওয়েব ডেস্ক:- ভেবেছিলেন বিশ্বের কাছে রেকর্ড রাখবেন তিনি। এমন বয়সে বড়সড় কিছু করে দেখানোর ইচ্ছা ছিল তাঁর। কিন্তু বুড়ো হারে ভেল্কি শেষ পর্যন্ত অবাস্তব ঘটনাই বটে। তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়েছে আগেই। এখন তিনি বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলে চলেছেন। কিছুদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে নেমে চরম ব্যর্থতার সম্মুখীন হলেন। বাংলাদেশ লিগে কেন ম্যাচে শূন্য করাটা এক্ষেত্রে বড় কথা নয়। বরং বাংলাদেস লিগের এই ম্যাচে খেলতে নেমে জীবনের শততম শূন্য রান করলেন আফ্রিদি।
এরপরেই নেটিজেনদের কাছে চূড়ান্ত সমালোচনার সম্মুখীন হতে হয় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত একটা নামও পেয়েছেন তিনি, “ডাকাবাবা”। প্রসঙ্গত, প্রায় দু দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট অঙ্কের রানের রেকর্ড গড়েছিলেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে আফ্রিদি প্রথম শূন্য রানে আউট হয়েছিলেন ১৯৯৫ সালে। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এদিন বাংলাদেশের মিরপুরে ঢাকা প্লাটুনের হয়ে খেলতে নেমে কেরিয়ারের একশো নম্বর শূন্য করলেন তিনি। নিজের ক্যারিয়ারে হয়তো এই রেকর্ড কাম্য ছিল না তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ খেলতে অন্তত ৪৪ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।