Date : 2024-04-24

গঙ্গার ধারে গেলেই মিলছে ইন্টারনেট! খবর ছড়াতেই ভিড়….

ওয়েব ডেস্ক:- ইন্টারনেট ছাড়া এক মুহুর্ত থাকতে পারেন না এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এদিকে NRC নিয়ে ব্যাপক ধুন্ধুমারের জেরে রাজ্যের ছয় জেলায় বন্ধ হয়ে গিয়েছে ইন্টারনেট পরিষেবা। চলছে না হোয়াটস অ্যাপ, বন্ধ ফেসবুক। এমনকি গুগল অ্যাকসেস করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সবার মুখে একটাই কথা, নেট কবে পাওয়া যাবে? নেট কনেকশন চাই, কোথায় গেলে মিলবে নেট পরিষেবা? হাওড়া, হুগলি, মুর্শিদাবাদের বন্ধ রয়েছে নেট পরিষেবা। এমন অবস্থায় উলুবেড়িয়ায় হঠাৎ-ই খবর ছড়িয়ে পড়ে ভাগীরথীর তীরে গেলেই নাকি মিলছে ইন্টারনেট! আর এই খবর শোনা মাত্রই ঝাঁকে ঝাঁকে মানুষ ভিড় করতে শুরু করেছে নদীর ধারে।

মাতৃ স্নেহের পরশ, জয়রামবাটি ও বেলুড়ে মায়ের জন্মতিথিতে অসংখ্য ভক্তসমাগম

খবর রটেছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দক্ষিণ ২৪ পরগণার কিছু অংশে নাকি ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। এদিকে বজবজ গঙ্গার ওপারেই উলুবেড়িয়া হওয়ায় সার্ভার স্লো হলেও ইন্টারনেট পৌঁছে যাচ্ছে উলুবেড়িয়ায়। তাই সেই কানেকশন টুকু পেতেই গঙ্গার ধারে ছুটে যাচ্ছে মানুষ। টিনেজার থেকে যুবক-যুবতী সকাল থেকেই ছুটে যাচ্ছে গঙ্গার ধারে। সেখানে খোলা বাতাসে বসে ইন্টারনেটের মজা উপভোগ করছে তারা। এদিকে বিভিন্ন স্কুল কলেজে পরীক্ষার মধ্যেই ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন পড়ুয়ারা। এদিকে ইন্টারনেটে বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। পরীক্ষা, পড়াশুনো নিয়ে কিছুই জানতে পারছেন না কেউ। তবে বজবজের ওপারে উলুবেড়িয়ার বাসিন্দারা গঙ্গার ধারে গিয়ে কিছুটা সমস্যা মেটাতে পারছেন।